Freelance Jobs
বুধবার, ৬ জুলাই, ২০১১
বিসমিল্লাহির রাহমানির রাহিম বন্ধুরা কেমন আছেন, সবাইকে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই, আজ আবার আপনাদের সামনে হাজির হলাম, বন্ধুরা জনপ্রিয় অপারেটিং সিস্টাম উইন্ডোজ এঙ্ পি এবং অনেক সময় দেখা যাই উইন্ডোজ অপারেটিং সিস্টামে ভাইরাস বা বিভিন্ন কারণে উইন্ডোজের ফোল্ডার অপশন, কন্ট্রোল প্যানাল, মাই কম্পিউটার, রান মেনু, টাস্ক ম্যানেজার, সিস্টাম রিস্টোর, সার্চ অপশন, রেজিস্ট্রি এডিটর ইত্যাদি ইউটিলিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় হয়ে যাই। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রি-এনাবল নামের একটি ছোট্ট প্রোগাম, যা দিয়ে আপনি এই নিষ্ক্রিয় প্রোগ্রাম গুলো আবার চালো করতে পারবেন।

সফটওয়্যার টি ডাউনলোড করে জিপ ফাইলটি অপেন করুন, এটি পোর্টেবল সফটওয়্যার তাই আর ইনস্টল করার জামেলা নাই। সফটওয়্যার টি অপেন করে যে ইউটিলিটি প্রোগ্রাম টি চলছে না সেটা সিলেক্ট করে রি-এনাবল বাটনে ক্লিক করুন দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে।
সফটওয়্যার টি এই ইমেজটাতে ক্লিক করে ডাউনলোড করে নিন।

আজ এই পর্যন্ত বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, এন-বাদশা

0 comments:

এই ব্লগটি সন্ধান করুন

মোট পৃষ্ঠাদর্শন

^ উপরে চলে আসুন