Freelance Jobs
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

নিজের ব্লগ তৈরী করুন! পর্বঃ ৩ (সেটিংস পরিচয়-১)

নিজের ব্লগ তৈরি করুণ ৩য় পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত পর্বগুলোতে ব্লগারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেটিংস নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেই সেটিংসে কি কি আছে। ব্লগারে লগিং করে ড্যাসবোর্ডে সেটিংস বাটনে ক্লিক করলে যে উইন্ডো টি অপেন হবে তা হচ্ছে সেটিংস। সেটিংস এ ক্লিক করলে এর নিচে আপনি ৯ টি টেব দেখতে পাবেন, আর সে গুলি হলঃ

১। মূল (Basic)
২। প্রকাশনা (Publishing)
৩। বিন্যাসকরণ (Formatting)
৪। মন্তব্য সমূহ (Comments)
৫। আর্কাইভ করণ (Archiving)
৬। সাইট ফিড (Site Feed)
৭। ইমেল এবং মোবাইল (Email & Mobile)
৮। অপেন আই.ডি (OpenID)
৯। অনুমতি সমূহ (Permission)
চলুন আমরা এই টেব গুলোর সাথে একটু পরিচিত হই।
১ . মূল (Basic) এইখানে ১০ বিষয় দেখতে পাবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হল।




 
  • ব্লগ সরঞ্জাম সমূহ (Blog Tools): এটির সাহায্যে আমরা আগের কোনো ব্লগের  করা (.xml) ফাইল এর মাধ্যমে নতুন কোনো ব্লগ আমদানি (Import blog ) করতে পারি। কোনো ব্লগ আমদানি  (Import) করতে চাইলে অবশ্যই .xml ফরম্যাটের রপ্তানি (Export) ব্লগের ফাইল লাগবে। আপনার ব্লগটি যদি ডিলিট করে দিতে চান তাহলে ব্লগ মুছুন (Delete ব্লগ) অপশানে ক্লিক করে ব্লগ মুছে ফেলতে পারেন।
  • শিরোনাম (Title) :আপনার ব্লগ শিরোনাম (Title) কি নাম হবে, তা এখানে লিখতে পারেন। যেমন আইটি ওয়াল্ডের শিরনামে তাকালে দেখতে পাবেন লেখা আছে “আইটি ওয়াল্ড।”
  • বর্ণনা (Description) : ব্লগ সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। যা ব্লগের শিরোনামের নিচে দেখা যাবে।
  • আপনার ব্লগ আমাদের তালিকাতে যুক্ত করবেন (Add your blog to our listings):এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ব্লগটিকে ব্লগারের ব্লগ তালিকাতে যোগ করে রাখতে পারেন। আপনারা হয়ত দেখেছেন ব্লগ হেডারের উপর যে নেবার বার টি আছে, আনেকে আছে এই নেবার বারের সার্চ অপশনটি ব্যবহার করে সন্ধান করে, যদি আপনার ব্লগটির কোন শব্দ ঐ ভিজিটর এর সন্ধানের সাথে মিলে যাই তাহলে আপনার ব্লগটি সার্চ রেজাল্টে দেখাবে। তাই এই অপশনটি হ্যাঁ (Yes) রাখুন।
  • সার্চ ইঞ্জিনকে আপনার ব্লগ খুজতে দেবেন (Let search engines find your blog): আপনার ব্লগ সার্চইঞ্জিন এ যুক্ত করতে চাইলে এটি হ্যাঁ (Yes) করে দিন। ব্লগ গোপন রাখতে চাইলে না (No) দিন।
  • আপনার ব্লগে দ্রুত সম্পাদনা দেখাবেন (Show Quick Editing on your Blog): হ্যাঁ অবস্থায় থাকলে আপনি ব্লগে লগিং অবস্থায় হোম পেইজ থেকে সরাসরি পোষ্ট সম্পাদন করতে পারবেন।
  • ইমেল পোষ্ট লিঙ্ক (Show Email Post links): এটি হ্যাঁ অবস্থায় থাকলে ব্লগের ভিজিটররা আপনার ব্লগের ঠিকানা সহজে ইমেল করে আরেক জনের কাছে পাঠাতে পারবে।
  • প্রাপ্ত বয়স্কদের লিখিত সামগ্রী (Adult Content): এটি হ্যাঁ থাকলে আপনার ব্লগের ভিজিটররা ব্লগে আসার সময় একটি সর্তক বার্তা পাবে, এটি না অবস্থায় থাকা ভালো, অনেক ভিজিটর এইটা বিরক্তিবোধ করতে পারে।
  • পোষ্ট সম্পাদন নির্বাচন করুন (Select post editor) : এখানে তিনটি অপশন আছে, আপনি যদি পোষ্ট এডিটর আপডেটের চান তাহলে আপডেট করা সম্পাদক (Updated editor) এ মার্ক করে দিন। আর আপনি যদি পুরাতন এডিটর চান অথবা পোষ্ট এডিটর এ আগে থেকে জানেন তাহলে পুরানো সম্পাদক (Old editor) মার্ক করুন। এবং আপনি যদি HTML জানেন তাহলে লেখার মোড গোপন করুন (Hide compose mode) মার্ক করুন।
  • সেটিংস সংরক্ষণ করুন (SAVE SETTINGS) এ ক্লিক করে সেটিংস সংরক্ষণ করুন।
২. প্রকাশনা (Publishing): এখানে আপনি আপনার ব্লগ ডোমেনটিকে কাস্টম ডোমেন এ নিয়ে যে তে পারবেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে পর্বগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ।
৩. বিন্যাসকরণ (Formatting): এখানে আপনি মোট এগারোটি অপশন দেখতে পাবেন।

নিচে বিস্তারিত আলোচনা করলামঃ

  • সর্বাধিক দেখানো (Show at most): আপনার ব্লগে প্রথম পাতায় কয়টা পোষ্ট রাখবে তা ঠিক করে দিতে পারবেন।
  • তারিখ শিরোলেখ বিন্যাস Date Header Format): ব্লগে প্রর্দশিত তারিখ স্টাইল ঠিক করে দিতে পারেন।
  • সংগ্রহ সূচিপত্র তারিখ বিন্যাস (Archive Index Date Format): ব্লগের আর্কাইভ এর তারিখ স্টাইল ঠিক করে দিতে পারনে।
  • টাইম স্ট্যাম্প বিন্যাস (Timestamp Format) : ব্লগে প্রকাশিত পোষ্ট বা কমেন্ট এর সময়ের স্টাইল ঠিক করে দিতে পারেন।
  • সময় অঞ্চল (Time Zone) : আপনি যে দেশে থাকে সে দেশ অনুযায়ি সময় ঠিক করে দিন, বাংলাদেশ হলে (GMT+06:00 Dhaka) দিয়ে দিন।
  • ভাষা (Language): আপনি যে ভাষায় ব্লগিং করবেন সে ভাষা ঠিক করে দিন।
  • পংক্তি বিরতি রূপান্তর করুণ (Convert Line Breaks) : এই অপশনটি হ্যা রাখতে পারেন, যদি ০০ জানেন তাহলে প্রযোজ্য।
  • অগ্রসরমান দর্শন সক্ষম করুণ (Enable Dynamic Views): আপনার পোষ্টের উপরে টাইটেলটি দেখাতে চাইলে এইটি হ্যাঁ অবস্থায় রাখুন।
  • শিরোনাম ক্ষেত্র দেখান (Show Title field): এইটি হ্যাঁ অবস্থায় রাখুন।
  • লিঙ্ক ক্ষেত্রগুলি দেখান (Show Link field): আপনার পোষ্টের কাষ্টম লিঙ্ক দিতে চান তাহলে এটি হা দিন, তাতে পোষ্ট লিখার সময় পোষ্টের শিরোনাম লেখার নিচে একটি লিঙ্ক বঙ্ আসবে, তাতে আপনি আপনার পোষ্টের কাষ্টম লিঙ্ক দিতে পারবেন।
  • ফ্লোট সারিবদ্ধতা সক্ষম করুন (Enable float alignment): এটিও হ্যা অবস্থায় রাখুন।
  • পোষ্ট টেমপ্লেট (Post Template) : পোষ্ট লিখার সময় আনেক লিখা বা কোড বার বার লিখতে হয়। এই সেটিংস টা তে আপনি সে ধরণের জরুরি কোড বা লিখা গুলো লিখে রাখতে পারেন। যা পোষ্ট সম্পাদনের বা লিখার সময় আপনি দেখতে পাবেন। আগামী পর্বতে সেটিংস এর বাকী অংশ আলোচনা করব ইনসাল্লাহ |
বন্ধুরা আজ এই পর্যন্ত, আগামী পর্বে দেখা হবে আবার, দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে,
এন-বাদশা

0 comments:

এই ব্লগটি সন্ধান করুন

মোট পৃষ্ঠাদর্শন

^ উপরে চলে আসুন