Freelance Jobs
বুধবার, ২৯ জুন, ২০১১

সম্পূর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব -১)


বিসমিল্লাহির রাহমানির রাহিম, সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আমার আজকে আয়োজন, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের এই বিশাল জগতে যখন আমরা বিভিন্ন সাইটে যাই বা বিভিন্ন ব্লগে যাই তখন আমাদের মনে ইচ্ছে জাগে ইস আমার যদি এইরখম একটি সাইট বা ব্লগ থাকতো, কি না মজা হত। আপনাদের এই ইচ্ছা পূরণের লক্ষে আজ আপনাদের সামনে হাজির হলাম, আজ আমি আপনাদের কে দেখাব কি ভাবে একটি ব্লগ বা সাইট তৈরি করতে হয় সে নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করব, আজ আমাদের এই ধারাবাহিক পর্বের ১ম পর্ব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই, 
 একটি Google অ্যাকাউন্ট তৈরি করুন৷ মনে রাখবেন আপনি যদি আগে orkut, Google গোষ্ঠিসমূহ, Gmail, এবং অন্যান্য Google পণ্য ব্যবহার করে থাকেন তাহলে, আপনার ইতিমধ্যেই একটি Google অ্যাকাউন্ট থাকতে পারে - যদি এমন হয় তাহলে,  wwww.blogger.com যান, Get Started বটন টি তে ক্লিক করুণ।  শুধুমাত্র সাইন ইন করুন৷



 তারপরে, আপনার প্রদর্শন নাম চয়ন করুন এবং ব্লগারের পরিষেবার শর্তাবলী স্বীকার করুন৷ একবার এগুলি সব সেট হয়ে গেলে, চালিয়ে যান বটম টিতে কিল্কি করুণ।
 
 
 
তারপরের ঘরে ব্লগের জন্য একটি শিরনাম ও এড্রেস লিখুন। এই এড্রেস ব্রাউজারে লিখেই সবাই আপনার ব্লগে প্রবেশ করতে পারবে। এড্রেস লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনাকে আপনাকে ব্লগের জন্য একটি টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। পছন্দমত যেকোন একটি টেমপ্লেট সিলেক্ট করে Continue তে ক্লিক করুন। এরপর আপনার ব্লগ তৈরি হয়েছে, এরকম একটি বার্তা দেখা যাবে পরের পেইজে। সেখানে Start Blogging বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত একটি পেইজ দেখা যাবে।
2010-07-30_125248
সেখানে View Blog লিংকে ক্লিক করে আপনি আপনার সদ্য তৈরি করা ব্লগটি দেখতে পারেন। আর পোস্ট এডিটরে টাইটেল এবং কিছু লেখা লিখে Publish Post বাটনে ক্লিক করলে আপনার ব্লগে দেখা যাবে
আজ এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে আবারো হাজির হবো, এই পর্যন্ত দোয়া করবেন।
 

আগামী পর্বে যা থাকবে।
  • ব্লগ টেমপ্লেট
  • ড্যাসবোর্ড পরিচিতি '
পোষ্ট টা আমি অতি ব্যস্ততার মাঝে করেছি, তাই অনেক ভুল ক্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

সবাইকে অনেক ধন্যবাদ- এন বাদশা

0 comments:

এই ব্লগটি সন্ধান করুন

মোট পৃষ্ঠাদর্শন

^ উপরে চলে আসুন