Freelance Jobs
শনিবার, ২ জুলাই, ২০১১

দারুণ একটি অ্যাডভেঞ্চার গেইম- ডেড স্পেস ২

বিসমিল্লাহির রাহমানির রাহিম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন, আজ আবার আপনাদের সামনে হাজির হলাম, আমি তেমন গেইম খেলিনা, তবে এই গেইমটি দেখে খেলতে ইচ্ছে হলো। খুব দারুণ দাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম।

গেমইটি সম্পর্কে কিছু কথাঃ

আথার সি ক্লার্ক এবং আইজ্যাক আসিমভ কপ্লবিজ্ঞানের জনপ্রিয় এই দুই লেখকের নাম মিলিয়ে ডেড স্পেস গেইমের নায়কের নাম রাখা হয় “আইজ্যাক ক্লার্ক“। পেশায় কম্পিউটার প্রকৌশলী। কাজ করতেন ‘কনকর্ডেনস এঙ্ট্রাকশন করপোরেশন’ এ। দুর্ঘটনায় পড়া একটি মহাকাশা যান থেকে বেঁচে ফেরার কাহিনী নিয়ে নির্মিত হয় “ডেড স্পেস” এর প্রথম পর্ব। মহাকাশযানটি উদ্ধার করতে গিয়ে ভয়ংকর বিপদে পড়েন ক্লার্ক। অজানা এক ভাইরাসের আক্রমণে সেই যারে আরোহীরা অদ্ভুত ধরনের প্রাণীতে রূপ নেয়। ভাইরাসটি আরো ছড়িয়ে দেওয়ার জন্য অদ্ভুত প্রাণীগুলো অন্যদেরও হত্যা করতে থাকে। অজানা ভয়ের শিহরণ, অতষ্ক আর অ্যাডভেঞ্চার- সব কিছুর অদ্ভুত মিশেল ইলেকট্রনিক আর্টস এর এই থার্ড পারসন শু্টার গেইমটি। গত কদিন আগে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। সময়টা সুদুর ভবিষ্যতের, ২৫১১ শতাব্দীর যখন মানুষ শনি গ্রহের উপগ্রহ টাইটানে বাস করতে শুরু করেছে। অদ্ভুত সেসব জীবস্মৃত প্রাণীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকার স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে আইজ্যাক। প্রথম পর্বটি যেখানে শেষ হয়েছিলো তার ঠিক তিন বছর পর থেকে দ্বিতীয় পর্বের কাহিনী শুরু হয়। অজানা এক স্পেস স্টেশনে জ্ঞান ফিরে আসার পর ক্লার্ক দেখতে পান, সেই মানব বসতিতে আবারও শুরু হয়েছে ভাইরাসের সংক্রমনণ। মানুষ বদলে যাচ্ছে অদ্ভুদ এক দানবে। ধ্বংসের নেশায় আর ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য শুরু হয়েছে রক্তক্ষয়, হানাহানি। নিজের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কাছ থেকে পালিয়ে বেড়ানো আইজ্যাক মুখোমুখি হয় আরো ভয়ংকর বাস্তবতায়। গেইমটি খেলতে আইজ্যাককে সঙ্গে নিয়ে প্লাজামা পিস্তল, জ্যাভেলিন গান আর পালস রাইফেল ব্যবহার করে ধ্বংস করতে হবে নেক্রোমরফদের। মাল্টি প্লেয়ার মোডে চারজন পর্যন্ত একসঙ্গে খেলতে পারবে। গেইমটি প্লে স্টেশন থ্রি ও এক্সবক্স ৩৬০ কনসোলেও খেলা যাবে।

গেইমটির কিছু স্ক্রীনশটঃ




প্রয়োজনে গেইমটির একটি ভিডিও দেখে নিতে পারেনঃ

 গেইমটি খেলতে যা প্রয়োজন হবেঃ

  • কমপক্ষে ২.৬৬ গিগাহার্টজের কোর টু ডুয়ো প্রসেসর।
  • এনভিডিয়অ গিফোর্স ৮৮০০ জিটিএস, অথবা এটিআই রেডিওন ৩৮০০ সিরিজের ভিডিও কার্ড
  • ২ গিগাবাইট RAM
  • হার্ড ডিস্কে ১০ গিগাবাইট ফাঁকা জায়গা।

ডাউনলোড করতে নিচের ইমেইজটি ক্লীক করুনঃ


গেইমটির সাইজ- ৪০০ মেগাবাইট
গেইমটি সম্পকে আরো বিস্তারিত জানে ভিজিট করুণ গেইমটির নিজস্ব সাইটে
আজ এই পর্যন্ত দোয়া করবেন আগামীতে যেন অনন্য কোন বিষয় নিয়ে হাজির হতে পারি। আর হ্যা কেমন লাগলো বলবেন।

0 comments:

এই ব্লগটি সন্ধান করুন

মোট পৃষ্ঠাদর্শন

^ উপরে চলে আসুন